ভ্যানে করে মাছ ও সবজি বিতরণ করলো ইবি শিক্ষার্থী সাব্বির

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০,১২:০৩ অপরাহ্ণ
0
45

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইবি প্রতিনিধি : নিরব প্রাণঘাতী অদৃশ্য এক পরাশক্তির কাছে বিশ্ব আজ গ্রাস হয়ে যাচ্ছে। এই মহামারিটি মাত্র কয়েক মাসের ব্যবধানেই ছড়িয়ে পড়েছে বিশ্বের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। প্রতি মিনিটেই ভয়াল আকারে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এর সংক্রমণ থেকে বাঁচতে লক ডাউন চলছে দেশে দেশে। ফলে ভোগান্তিতে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলা।
দেশের এমন সংকটময় মুহুর্তে অসহায় দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাব্বির। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শনিবার নিজ উদ্যোগে ভ্যানে করে মেহেরপুর শহরের প্রায় ২৫০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সবজি ও মাছ বিতরণ করেন তিনি।
জানা যায়, মেহেরপুর শহরের প্রধান প্রধান রাস্তায় ভ্যান ও অটো-রিক্সা চালক সহ বিভিন্ন অসহায় ও দুঃস্থদের মধ্যে সবজি ও মাছ বিতরণ করা হয়। এর আগে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বসবাসরত দুঃস্থদের বাড়ি বাড়ি বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন সাব্বির। এছাড়াও মহামারী করোনা সচেতনতায় শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে করেন তিনি। মেহেরপুর জেলার বিভিন্ন জায়গায় দুঃস্থদের মাঝে টানা ২৫ দিন খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷ 

তিনি বলেন, করোনায় গৃহবন্দি দুঃস্থ অসহায়দের কথা ভেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজ ২৫ তম দিনের মতো মেহেরপুর শহরের ২৫০ টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকে বিভিন্ন পদের সবজির সাথে মাছও দেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে