[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
বিস্তৃত আকাশ, নরম রোদ
ভাসমান সাদা নীল মেঘ
স্নিগ্ধ বাতাস !
পাখির কোলাহল, পত্র পল্লব
ফুলের সুবাস, রঙের বৈচিত্র
সবই প্রকৃতিতে এনেছে
এক অপরূপ সৌন্দর্য !
মোহনীয়তা ছেয়ে গেছে চারিদিক
মুগ্ধতা চলে আসে এমনিতেই !
প্রশান্তি নিয়ে আসে জীবনে
অনুপ্রাণিত হয় মন
পূর্ণতা পায় সার্থকতা, সফলতা !