[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ১৩ বছরে আওয়ামী লীগ সরকারের মেয়ররা ঢাকাকে বসবাসের অযোগ্য হিসেবে গড়ে তুলেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় নেমে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মেয়র নির্বাচন হলে দক্ষিণ সিটির অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো। ইশরাক হোসেন আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নয়, ভোট ডাকাতির ফিল্ড তৈরি করছে বর্তমান সরকার। তিনি আরো বলেন, আর কোন অভিযোগ দেবো না, জনগণকে নিয়ে সামনে এগিয়ে যাবো, কোনো বাধা মানা হবে না, জনগণের ভোটাধিকার প্রয়োগে শেষ পর্যন্ত মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলবো।