ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯,৬:১৯ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের আন্ধারিঝাড় হাফিজিয়া মাদরাসার সামনে এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের কাজিম উদ্দিনের পুত্র মনিরুল ইসলাম (৫০), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মধু মোহন প্রসাদের পুত্র সুজন কুমার (১৮) ও একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র রবিউল ইসলাম (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি তাদেরকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে