[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত বেশ কিছুদিন যাবৎ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর কাছে ফোন দিয়ে বিভিন্ন বিকাশ একাউন্টে টাকা পাঠানোর দাবি করা হচ্ছে।
বর্তমানে প্রতারক চক্র মাঠ পর্যায়ে ভূমি সহকারী কর্মকর্তা/উপ সহকারী কর্মকর্তা এবং উপজেলা/সার্কেল ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের কাছে তাদের নামে মন্ত্রণালয়ে অভিযোগ আছে বলে তা নিষ্পত্তির আশ্বাস দিয়ে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর দাবি করছে মর্মে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী মন্ত্রণালয়কে অবহিত করছে।
এমতাবস্থায়, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নামে ভুয়া পরিচয় দিয়ে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত মাঠ পর্যায়ের ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিকট মোবাইল ফোনে চাঁদা দাবির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়েছে।