[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র চেয়ারম্যান আদম তমিজি হক এর নির্দেশক্রমে আগামী ১ বছরের জন্য কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
গত (১০ ডিসেম্বর) মঙ্গলবার সোসাইটির বাসটার্মিনালের অস্থায়ী কার্যালয়ে কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শ্রী প্রদ্বীপ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিষুর স্বাক্ষরিত এক পত্রে মোছাঃ মাসুদা আক্তার ডেইজি ও আলহাজ মঈনুদ্দিন খোকনকে উপদেষ্টা এবং মোঃ মাইদুল ইসলাম সুমনকে সভাপতি ও মোঃ আতিকুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে মোঃ ইউসুফ রাজা, মাইনুল ইসলাম বাবু, মোঃ লিয়াকত আলী রোজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুল হাসান, মোঃ পলাশ সরকার ও মোঃ খাইরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সোহাগ, আতাউর রহমান পেয়ারা ও আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক পদে রাকিব বাবু, প্রচার সম্পাদক দুলাল হোসেন, উপ-প্রচার সম্পাদক সোহানুর রহমান শাহীন ও সদস্য পদে নাজমুল হক নাছিম।
উল্লেখ্য উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট প্রেরণ করতে হবে বলে পত্রে জানানো হয়।