[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, কুড়িগ্রাম: গাজীপুরের ভাওয়াল ও মির্জাপুর থেকে ভুরুঙ্গামারীতে আসা ১৪ গার্মেন্টস শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন। ২৪ এপ্রিল (শুক্রবার) সকালে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ব্রীজ পাড় থেকে টহল পুলিশ তাদের আটক করে ভুরুঙ্গামারী থানায় নিয়ে আসে। পরে তাদের ভুরুঙ্গামারী সরকারী কলেজের অডিটোরিয়াম ভবনে আগামী ১৪ দিনের জন্য রাখা হয় কোয়ারেন্টাইনে । কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা ভুরুঙ্গামারী উপজেলার স্থায়ী বাসিন্দা। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন নারী ও দু‘জন শিশু রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ওইসব ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। ২৫ এপ্রিল (শনিবার) তাদের করোনাভাইরাস সংক্রমনের নমুনা সংগ্রহ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান জানান, গাজীপুর থেকে ট্রাকে ত্রিপল দিয়ে ঢেকে ভুরুঙ্গামারীতে আসা ওইসব ব্যক্তিদের পুলিশ চেকপোষ্টে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর থেকে আসা ওইসব ব্যক্তিদের মাধ্যমে গ্রামাঞ্চলে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার আশংকায় তাদের ১৪দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।