ভুরুঙ্গামারীতে ‘বুরো বাংলাদেশ’ এর শীতবস্ত্র বিতরণ

বুধবার, জানুয়ারি ১৫, ২০২০,৬:৫০ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুন্নবী চৌধুরী খোকন। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, পাইকের ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, বুরো বাংলাদেশ এর রংপুর বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবিব, বগুড়া এলাকা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, নাগেশ্বরী এলাকা ব্যবস্থাপক আবু সুফিয়ান ও ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও অন্যান্য এলাকা ও শাখা ব্যবস্থাপক।

এসময় দরিদ্র ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে