ভুরুঙ্গামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত!

শনিবার, জানুয়ারি ১৮, ২০২০,৮:১১ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাকচাপায় রেজাউল ইসলাম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারীর বাগভাণ্ডার সড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইতিয়াজ কবির এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

নিহত রেজাউল ইসলাম ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নের চান্দিয়া বাজার এলাকার নুরুন্নবীর ছেলে। সে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রেজাউল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে স্থানীরা রেজাউলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার খবরে স্থানীয় জনতা ট্রাকটির গতিরোধ করে চালককে আটক করে পুলিশে দেয়।

ভুরুঙ্গামারী থানার ওসি ইতিয়াজ কবির জানান, ট্রাক ও ট্রাক চালক শাহজাহান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে