ভিপি নূরের আরও সতর্ক হয়ে কথা বলা উচিত: আ.লীগ উপদেষ্টা তোফায়েল

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯,৭:৩৯ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের আরও সতর্ক হয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভিপি নুরুল হক নূরের অতিমাত্রায় রাজনীতিতে জড়ানো উচিত নয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তোফায়েল। এ সময় তিনি আরও বলেন, ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পাবে সে বিষয়ে মনোনয়ন বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে