[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের জীবনের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন নোটিশটি পাঠান।
স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ নোটিশ পাঠানো হয়। আগামী সাত দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন।
নোটিশে বলা হয়েছে, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রত্যেকেই উদ্বিগ্ন। অবিলম্বে তাঁর জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য। এতে আরো বলা হয়েছে, ভিপি নুর কেবল রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি। বারবার তিনি এ ধরনের আক্রমণের শিকার। তাই অবিলম্বে তাঁর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি।