[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তারাবুনিয়া গ্রামের বিজলী রানীর নামের ভিজিডি’র আত্মসাৎকৃত চাল উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত এবং অপর দিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তনুশ্রী দাড়িয়া।
দীর্ঘ দেড় বছর যাবৎ বিজলীর নামের ভিজিডি’র চাল উত্তোলণ করে নিচ্ছেন ওই এলাকার অসীম সিকদার। অতি সম্প্রতি এ খবর জানতে পেয়ে বিজলী রানীর মেয়ে তনুশ্রী দাড়িয়া ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসার কাঠালিয়া এর বরাবরে অভিযোগ করেন। অভিযোগে তনুশ্রী দেড় বছরের আত্মসাৎকৃত চাল ফেরৎ এবং অসীম সিকদারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।
ইউনিয়ন চেয়ারম্যান শিশির দাস জাতীয় পরিচয়পত্র চেয়েছেন এমন কথা বলে গ্রামপুলিশ (চৌকিদার) অসীম সিকদার তারাবুনিয়া গ্রামের বিপুল দাড়িয়ার স্ত্রী বিজলী রানীর কাছ থেকে পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করে ভিজিডি তালিকায় নাম অন্তভুর্ক্ত করেন। পরবর্তীতে ২০১৯-২০২০ চক্রে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) আওতায় বিজলী রানীর নাম ৩৫ নং ক্রমিকে তোলা হয়। এর পর থেকে প্রতি মাসে অসীম সিকদার বিজলীর নামের চাল উত্তোলণ করে আসছে।
পাটিখালঘাটা ইউনিয়ন চেয়ারম্যান শিশির দাস জানান, “বিষয়টি গ্রাম্য সমস্যা (গ্রাম্য রাজনীতি) তবে দ্রুত সমাধান হয়ে যাবে”। কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদা জানিয়েছেন ‘প্রশাসনি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী রবিবার সরেজমিনে তদন্ত করবেন, তদন্তের পরে ব্যবস্থা নেয়া হবে’।