[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সর্বস্তরের বাংলা চালু করা ও সকল জনগোষ্ঠির মাতৃভাষা চর্চার অধিকার রক্ষার দাবি নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি আজ ২১ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের ৬৯তম বার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে মিলিত হয়।
প্রভাত ফেরি শেষে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ্য নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, মহানগর কমিটির সদস্য কমরেড তপন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড মোস্তফা কামাল বিপুল, কমরেড মোঃ তৌফিক প্রমুখ।