ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে : ইশরাক

শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২০,৯:০১ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

‘ভাষা আন্দোলনের প্রেরণা থেকেই মুক্তিযুদ্ধ হয়েছিল। এখন আমাদের কোনো ভোটাধিকার নেই। ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই আমাদের সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।’ আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এসব কথা বলেন  সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

ইশরাক বলেন, ‘এখন আমাদের কোনো ভোটাধিকার নেই। এর জন্য আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলনের সেই অনুরপ্রেরণা থেকেই আমাদের এটি করতে হবে। তাই আমি সবাইকে আহ্বান জানাই, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে। ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ। ১৯৫২ সালে যাঁদের সর্বোচ্চ ত্যাগে আমরা ভাষা পেয়েছি, আমি তাঁদের শ্রদ্ধা জানাই।’ 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে