[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ বৃহস্পতিবার সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানির চতুর্থ দিন ছিল। এদিন সারা দেশে জামিন দেওয়া হয়েছে ১৮২১ ব্যক্তিকে। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সারা দেশের আদালতগুলোতে ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালুর পর চতুর্থ দিনেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। আগের দিন বুধবার ১০১৩ জন, মঙ্গলবার ১৪৪ জন এবং সোমবার এক জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধুমাত্র জামিন আবেদনের শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর।