ভারতে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৭ মাওবাদী নিহত

শনিবার, আগস্ট ৩, ২০১৯,৯:৫৩ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের ছত্তিসগড়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছে ৭ মাওবাদী।  আজ শনিবার সকালে ছত্তিসগড়ে রাজনন্দনগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর অভিযানে তাদের মৃত্যু হয়। এ তথ্য জানা গেছে ছত্তিসগড় কর্তৃপক্ষের বরাতে । জানা গেছে, শনিবার সকালে ছত্তিসগড়ের বাগনাড়ি পুলিশ স্টেশনের অন্তর্গত সীতাগোলা জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং মাওবাদীদের মধ্যে  শুরু হয় গোলাগুলি। এতে ঘটনা ঘটে ওই হতাহতের। 

ছত্তিসগড়ের ডিজিপি ডিএম আওয়াস্থি জানিয়েছেন, সাত জন মাওবাদীর মৃত্যু হওয়া ছাড়াও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এখনও চলছে ওই অভিযান । ছত্তিসগড়ে মাওবাদী দমন অভিযানে এটা ভারতীয় নিরাপত্তাবাহিনীর বড় ধরনের সাফল্য় বলে মনে করা হচ্ছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে