[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে উত্তরপ্রদেশ, কর্ণাটক, আসাম, নয়াদিল্লিসহ বিভিন্ন রাজ্যে জ্বলছে আগুন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে এখন পর্যন্ত শুধু উত্তর প্রদেশেই সহিংসতায় ১৯ জন নিহত হয়েছে। এছাড়া নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে এখন পর্যন্ত দেড় হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও নাগরিত্ব আইনবিরোধী বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় উত্তর প্রদেশের রামপুর শহর। বিক্ষোভকারীদের ইট পাথরের জবাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। কানপুরে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এখানেও পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তারা। বিহারের পাটনা ও ভগলপুরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিরোধী রাজনৈতিকদলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আসামের গুয়াহাটিতেও কয়েক হাজার নারী রাস্তায় নেমে আসেন। বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ হয় রাজ্যের বিভিন্ন জেলায়। বিতর্কিত নাগরিকত্ব আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেন নয়াদিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।এছাড়া পশ্চিমবঙ্গ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।