[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতে গতকাল থেকে আবারও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৪৮ হাজার ৪২১। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬২ হাজার ৭২৭। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের।
আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় কিছুটা হলেও আশার আলো দেখেছিল ভারত। কিন্তু দুদিন পরেই তার চিত্র ভিন্ন। তবে বিভিন্ন রাজ্যে লকডাউন, স্বাস্থ্যবিধি পালন, নতুন গাইডলাইন জারি করার ফলেও আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ১২১ জন। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ০৩ হাজার ৬৬৫। করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮২৩। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩১৭-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ১০ হাজার ৫২৫ জন।
এরই মাঝে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ৭২ লাখ ১৪ হাজার ২৫৬ জন মানুষ।