[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারত সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন-সি.এ.এ দেশটির ২০ কোটি মুসলিম নাগরিকের সার্বিক অবস্থার ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের একটি গবেষণা সংস্থা সি.আর.এস।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন অনেক রাজনীতিবিদের মতে, ভারতের ঝিমিয়ে পড়া অর্থনীতি থেকে মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে রাজনৈতিক সমর্থন ধরে রাখতে বিজেপি ধর্মের ওপর গুরুত্ব দিচ্ছে। মোদি সরকার আধুনিক ভারতের দুই প্রতিষ্ঠাতা জওহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর ধর্ম নিরপেক্ষতার ভাবাদর্শকেও বাতিল করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনটির বিরুদ্ধে ভারতজুড়ে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। সহিংসতার আশঙ্কায় উত্তর প্রদেশসহ অনেকে জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা।

































