[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক এবং ভারতের সংসদ সদস্য শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শনিবার আদালত এই পরোয়ানা জারি করেন তিরুবনন্তপুরম। শশীর লেখা বইয়ে হিন্দু নারীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতেই কংগ্রেস এমপির বিরুদ্ধে এই পরোয়ানা।
একটি সূত্র বলছে, কেরালার তিরুবনন্তপুরমের স্থানীয় আদালত শশী থারুরের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সম্প্রতি দায়ের হওয়া এই মামলার শুনানির সময় আদালতে হাজিরা দেননি থারুর। কেরালার কংগ্রেস সাংসদের আইনজীবীও সেখানে ছিলেন না। যে বইটি ঘিরে বিতর্ক, তার নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল’। বইটির প্রথম সংস্করণ বেরিয়েছিল ১৯৮৯ সালে।
শশী থারুরের অফিসের পক্ষ থেকে এই পরোয়ানা প্রসঙ্গে বলা হয়েছে, আদালতের নির্দেশ থারুর পেয়েছিলেন। সেখানে হাজিরার সময় দেওয়া থাকলেও, দিনের উল্লেখ ছিল না।