ভারতের মহারাষ্ট্রে ভবন ধসে দুইজনের মৃত্যু

শনিবার, আগস্ট ২৪, ২০১৯,১:১৩ অপরাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চারতলা একটি ভবন ধসে দুইজনের মৃত্যু হয়েছে ভারতের মহারাষ্ট্রে। আরও অন্তত ৫ জন এ ঘটনায় আহত হয়েছেন ।

এ ভবন ধসের ঘটনা ঘটে শুক্রবার রাতে মুম্বাই এর কাছে একটি আবাসিক এলাকায়। পুলিশ আশঙ্কা করছে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারে। তারা জানায়, রাতেই ২২টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয় ভবনটিতে ফাটল দেখা দেয়ায়। তবে, জিনিসপত্র সংগ্রহের জন্য কিছু লোক ভেতরে প্রবেশ করলে ধসের কারণে তারা আর বের হতে পারেননি। অভিযান শুরু করা হয়েছে আটকে পড়াদের জীবিত উদ্ধারে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে