ভারতের নাগরিকত্ব বিল উপমহাদেশে দ্বিজাতিতত্বকে পুনর্বহাল করল

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯,১০:২১ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ এক বিবৃতিতে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এ পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও উপমহাদেশে তথা দক্ষিণ এশিয়ায় এর বিশেষ অভিঘাত রয়েছে।

এই আইনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার ধর্ম নিরপেক্ষতার ধারণাকে বাতিল করে অভিশপ্ত দ্বিজাতিতত্বকে উপমহাদেশের রাজনীতিতে পুনর্বহাল করা হল। এটা কেবল ভারত, বাংলাদেশ, পাকিস্তান নয়, নেপাল ও শ্রীলংকার ধর্মবাদী ও সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করবে ও উস্কিয়ে দেবে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বড় ধরনের নিরাপত্তাহীনতার সম্মুখীন হবে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় যে, ঐ বিল পাশ করতে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছে তা অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

এটা সত্য যে সামরিক সরকারের আমলে বাংলাদেশে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধানে সংযুক্তির মাধ্যমে ধর্মনিরপেক্ষতার নীতি বাতিল হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি প্রতিস্থাপনের মাধ্যমে তার আংশিক সংশোধন করা হয়েছে। ভারতের নাগরিকত্ব আইন পরিবর্তনের ক্ষেত্রে সেই অজুহাত উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশের সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থানকে ক্ষুন্ন করে।

এর মধ্যে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকেই বরং উৎসাহ প্রদান করা হল। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে ভারতের এনআরসি সম্পর্কে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশকে আশ^স্থ করলেও তা যথেষ্ট নয়। কারণ এসব বিষয় যখন রাষ্ট্রীয় নীতি ও আইনী রূপ নেয় তখন যে কেউ যখন ইচ্ছা তার অসদ্ব্যবহার করতে পারে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভবিষ্যতে তাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আশংকা প্রকাশ করা হয়।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে ধর্মের ভিত্তিতে রচিত ভারতের নাগরিকত্ব আইনের সংশোধন ও এনআরসি সম্পর্কে বাংলাদেশের উদ্বেগের বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে