[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
১৬ বছর বয়সী এক কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে জনতা। ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই কিশোর দিল্লির আদর্শনগর এলাকার একটি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল চুরি করে ।
জানা গেছে, ওই কিশোরকে ঘিরে ফেলে একদল মানুষ । তারপর গণপিটুনি শুরু হয় । সবাই মিলে মারতে শুরু করে তাকে। চিত্কার করলেও কেউ কান দেয়নি। মেরে চোখ ফাটিয়ে দেওয়া হয়। মার খেতে খেতে এক সময় সে নিস্তেজ হয়ে পড়ে । রক্তাক্ত ও অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা দেন চিকিত্সকরা । এ ঘটনায় বাড়ির মালিকসহ পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে ।