ভায়াডাঙ্গায় হাই স্কুল ও প্রাইমারী স্কুলে বঙ্গবন্ধুর জীবনী ও দেশের উন্নয়নের দুটি কবিতা হস্তান্তর

শুক্রবার, জুন ৩, ২০২২,১২:৪৩ অপরাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিজস্ব সংবাদদাতা : জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক মুজিবশতবর্ষ , মহান স্বাধীনতা আর মহাবিজয়ের সুবর্ণজয়ন্তী  উপলক্ষে ছাত্রদের মাঝে ব্যপক প্রচার-প্রচারণার নিমিত্তে ” এক মহানায়কের অমর কীর্তিগাঁথা…!” এবং “অদম্য এক বাংলাদেশ” শীর্ষক স্বরচিত দুটি কবিতা ফেষ্টুন আকারে  শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার রানীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ হারুন-অর-রশিদ, বর্তমান সহকারি শিক্ষক বিল্লাল হোসেন এবং  ভায়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শফিউল আলম এর হাতে তুলে দেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত ” কৃষিবিদ সাংবাদিক, কবি, প্রাবন্ধিক, অবসরপ্রাপ্ত উপপরিচালক ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার, (কৃষি মন্ত্রণালয়) এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ শেখ মোঃ মুজাহিদ নোমানী এবং সাবেক ছাত্রনেতা, প্রয়াত সংসদ সদস্য খন্দকার খুররমের সুযোগ্য ছোট ভাই ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য খন্দকার ফারুক আহমেদ।

উল্লেখ্য,” এক মহানায়কের অমর কীর্তিগাঁথা…!” শীর্ষক কবিতাটিতে বঙ্গবন্ধুর জন্ম হতে শাহাদাৎ বরণ পূর্ব পর্যন্ত সময়ে শৈশবে দুঃখী মানুষের জন্য অকৃত্রিম দরদ,কৈশোরে প্রতিবাদী যুবকের বৈশিষ্ট্য আর তারুণ্যে অসাধারণ নেতৃত্ব প্রদান, ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ‘৬৯-এর গণ অভ্যুথান আর ৭ মার্চ,১৯৭১-এর অগ্নিঝরা ভাষণে উজ্জীবিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের যা কবিতাটির প্রতিটি লাইনে তুলে ধরা হয়েছে।
তাছাড়া বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে এক ক্ষণজন্মা মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধুর ১০ জানুয়ারি ১৯৭১ তারিখে স্বদেশ প্রত্যাবর্তন,যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে দক্ষ রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে অসীম দূরদর্শিতা, সফল পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্মাননা ” জুলিও কুরি’ শান্তি পুরস্কার অর্জনসহ অনেক উল্লেখযোগ্য অবিস্মরণীয় ঘটনাসমূহ তুলে ধরা হয়েছে ” এক মহানায়কের অমর কীর্তিগাঁথা…! শীর্ষক কবিতাটিতে।

অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ৪র্থ মেয়াদে নির্বাচিত একজন অনন্য সাধারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফল উন্নয়ন প্রকল্পসহ বিশ্ব রাজনীতিতেও সফলতা এবং বিশ্ববাসীকে চমকে দিয়ে হেনরী কিসিঞ্জারের সেই ” বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি”-বিদ্রুপাত্মক মন্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময় এবং উন্নয়নের রোল মডেল হয়ে দাড়িঁয়েছে! যা ৩৪(চৌত্রিশ) লাইনে রচিত “অদম্য এক বাংলাদেশ “নামক অপর আরেকটি কবিতায় তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য,জননেত্রী শেখ হাসিনা তাঁর প্রজ্ঞা, অকুতোভয় সাহস, ইস্পাত-দৃঢ় আত্মবিশ্বাস আর দক্ষ রাষ্ট্র পরিচালনায় দেশ ও জনগণের কল্যাণে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) অর্জনে সময়োপযোগী বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক মেগাপ্রকল্প গ্রহণ করায় বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যে অভাবনীয় ও অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তার সুফল এখন জনগণ ভোগ করছে এবং আগামীতেও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর সুফল ভোগ করবে যা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ আবালবৃদ্ধবনিতা সকলের জানা উচিৎ। এ বিষয়গুলোকে তুলে ধরেই রচনা করা হয়েছে “অদম্য এক বাংলাদেশ” শীর্ষক অপর আরেকটি কবিতা।
উল্লেখ্য যে, কবিতা দুটি নিছকই কবিতা নয়, একটি হচ্ছে বঙ্গবন্ধুর বর্নাঢ্যময় জীবনকাহিনী আরেকটি হচ্ছে বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণের পরে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় সফলতা ও বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের কীর্তি । তাই কবিতার ভাবগাম্ভীর্যপূর্ণ গুরু-গম্ভীর কঠিন শব্দাবলী ব্যবহার করা হয়নি বর্ণিত কবিতা দুটিতে।

বরং কোমলমতি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকলের জন্য উপযোগী করে অত্যন্ত সহজ-সরল ভাষায় কবিতা দুটি রচনা করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, মুজিবর্ষ, মহান স্বাধীনতা ও মহাবিজয়ের  সুবর্ণজয়ন্তীর সফল উদযাপন উপলক্ষে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য।

এ উদ্দেশ্যে স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৮ সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবসসমুহে কবিতা দুটি আবৃত্তি করা ও স্কুলে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করার জন্য এবং কবি কর্তৃক নির্মিত কবিতা দুটির ভিডিও চিত্র প্রদর্শনকরতঃ তা ছাত্রদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য উপস্থিত  রাণীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক     এবং ভায়াডাঙা প্রাইমারী স্কুলের  প্রধান শিক্ষক মহোদয়বৃন্দকে বিনীত অনুরোধ জানান শেখ মোঃ মুজাহিদ নোমানী, “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত” কৃষিবিদ সাংবাদিক, কবি ও লেখক এবং সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ।

কবিতা দুটি হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন রানীশিমুল হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেনসহ অন্যান্য সুধীবৃন্দ।

ফেষ্টুন আকারে কবিতা দুটি  শ্রীবর্দীর ভায়াডাঙার বিভিন্ন স্কুলে সরবরাহ করে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন, আবৃত্তির সাথে নির্মিত  ভিডিও তথ্যচিত্র প্রদর্শন এবং সরবরাহ করে প্রচার-প্রচারণার মহতী উদ্যোগ গ্রহণের জন্য স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এবং সাবেক ছাত্রনেতা, প্রয়াত সংসদ সদস্য খন্দকার খুররমের সুযোগ্য ছোট ভাই ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার ফারুক আহমেদ কৃষিবিদ শেখ মোঃ মুজাহিদ নোমানীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রস্তাবিত কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে