[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে, কুষ্টিয়া শহরের কমলাপুরে বাড়ি ভাড়া দিতে না পারায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীকে শরীরে পেট্টোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিবৃতিতে তারা বলেন, গত ৩০.০৪.২০২০ ইং তারিখ দৈনিক বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় যে, কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় বজলুল হকের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতো অন্তঃসত্ত্বা ওই নারী। গত ২৯ এপ্রিল ২০২০ তারিখ বুধবার সকালে নির্যাতনের শিকার নারী বাড়ির বাইরে পাশের বাড়ির দুজন মহিলার সাথে কথা বলছিলেন। এ সময় বাড়িওয়ালার স্ত্রী বাড়ি ভাড়া চাইলে ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা নারী ও তার মধ্যে কথার এক পর্যায়ে হঠাৎ করেই বাড়ির মালিকের বড় ছেল রনি ক্ষিপ্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অন্তঃসত্ত্বা ওই নারীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে পঠানো হয়।