[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
র্যাব-২ গ্রেপ্তার করেছে রাজধানীর পান্থপথে এক মাসের ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়া বাড়িওয়ালা নুর আক্তার শম্পাকে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় রাজধানীর ধানমণ্ডির একটি সড়ক থেকে। শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছিল।
র্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, তাকে আমরা নিয়মিত নজরদারিতে রাখছিলাম। রাতে ধানমণ্ডির একটি সড়ক থেকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। গত রবিবার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে বের করে দেন বাড়িওয়ালা শম্পা।
র্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানায়। তবে শম্পা তাদের অনুরোধকে অবজ্ঞা করে এবং র্যাব-পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।