[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শাকিব খান। ঢালিউডের নববিখ্যাত এই নায়ক ফিল্মপাড়ায় রাজত্ব করছেন গত এক দশক ধরে । তার ছবি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কাড়ছে । সাম্প্রতিককালে ঢালিউডের ছবিকে কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায় কাজ করছেন তিনি তা নিয়েও । আর এই রকমই শাকিব খানের একটি ছবি ‘পাসওয়ার্ড’। একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি। এই ছবি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে শাকিব খান তার অভিব্যক্তি তুলে ধরেন। ইতিমধ্যে যা ভাইরাল হয়েছে।
সেখানে তিনি বলেন, আমি শাকিব খান। বাংলাদেশ কেন, আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেয়া হয়, সিনেমার পোকা যেহেতু আছি, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারবো সুন্দরবনে বসেও ।