ভর্তি বাণিজ্য বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন: শিক্ষামন্ত্রী

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯,৪:৪৩ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভর্তি বাণিজ্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি, সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশ যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া গণমাধ্যমের সহায়তাও লাগবে। দুর্নীতি প্রতিরোধে সকলের অংশগ্রহণ দরকার। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সব কাজ করা সম্ভব নয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে