বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯,৬:৫৮ পূর্বাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বুধবার (২৫ ডিসেম্বর) যিশুখ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

হিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ যিশুখ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে শুধুমাত্র একদিনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার  সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, আমদানি-রপ্তানির বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে