ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী-শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯,৭:২৯ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

৯ রোহিঙ্গাকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সৈয়দ আলম (৩০), মো. ইউনুছ (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), ছেনরা খাতুন (২২), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩), জান্নাত (৫) ও আজিজুর রহমান (১)।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন জানান, কক্সবাজারের কুতুপালং রেহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রাম থেকে আসা ৯ রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু মঙ্গলবার রাতে অবৈধভাবে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। সীমান্ত এলাকায় গিয়ে সুবিধা করতে না পেরে তারা আখাউড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সেখানেই তাদেরকে আটক করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে