ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ বস্তা চালসহ ১ জন আটক

বুধবার, এপ্রিল ২৯, ২০২০,৫:০৫ অপরাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. রফিক মিয়া নামে একজনকে দশটাকা কেজি দরের দশবস্তা চালসহ আটক করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের তিতাসপাড়ার গঙ্গারঘাট এলাকা থেকে।

সূত্র জানায়, জব্দ করা চাল ইব্রাহিম মিয়া নামে এক ডিলারের। তিনি শাহাজাদাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) আসমা বেগমের স্বামী। শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন,‘স্থানীয়দের দেয়া তথ্যমতে পুলিশ চাল আটক করে নিয়ে যায় বলে জানতে পেরেছি। তবে চালগুলো কোথা থেকে কিভাবে এসেছে জানিনা।’

নারী মেম্বার আসমা বেগম বলেন, ‘কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে আটক ব্যক্তি নিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় ডিলারের কোনো দায় নেই।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে