[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলার চাতলপাড়া বাজারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকার নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এ সময় তারা অভিযোগ করেন, স্থানীয় এক ব্যক্তির জমি দখল করে বিদ্যালয়ের ভবন নির্মাণ করছে চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি বিভিন্ন মহলে জানানোর পরও অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।