ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে প্রতিদ্বন্দ্বী ভাবার কিছু নেই: এমবাপ্পে

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯,১০:০০ পূর্বাহ্ণ
0
56

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নেইমার ও এমবাপ্পে ফরাসি ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় জুটি। ২০১৭ সালে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে বার্সা থেকে নেইমারকে প্যারিসে আনার পর থেকে দুজনে মিলে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগ। মাঠের বাইরেও দুজনের সম্পর্ক দারুণ। তারই প্রমাণ পাওয়া গেল এমবাপ্পের কথায়। তার মতে, পিএসজিতে তার আগমনের আগে থেকেই নেইমার সুপারস্টার। ফলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে প্রতিদ্বন্দ্বী ভাবার কিছু নেই। 
 
সম্প্রতি ‘ফ্রান্স ফুটবল’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি যখন (পিএসজিতে) আসি, কোনো বিতর্ক ছিল না। সে (নেইমার) ছিল সুপারস্টার। সে বিশ্বকাপে হেরে গেল আর আমি জিতে গেলাম। এরপর থেকেই অনেকে আমাদের দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার গন্ধ খুঁজতে শুরু করে। আমি ওসব পড়ে অবাক হতাম, ফলে যখন সে ছুটি কাটিয়ে ফিরলো, আমি দেখা করতে গেলাম।’

তিনি বলেন, “আমি তাকে বললাম ‘তুমি বিশ্বকাপে ভালো করতে পারো নি… এবং এটা আমাদের জন্য ভালো হয়েছে। এখানে কোনো চিন্তা নেই, আমি তোমার জায়গা দখল করব না। আমি ব্যালন ডি’অর জেতার জন্য চেষ্টা করব, কারণ তুমি এবার এটা জিততে পারবে না। কিন্তু আমি তোমাকে নিশ্চিত করতে চাই আমি তোমার জায়গা চাই না। তুমি এটা রেখে দিতে পারো। আমি এখানে তোমাকে সহায়তা করতে এসেছি।”

ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার আরো বলেন, ‘মানুষ মনে করে, কিলিয়ান (এমবাপ্পে) বদলে গেছে। কিন্তু এটা সত্য নয়। সে দলের জন্য যেটা ভালো সেটাই করার চেষ্টা করে। মাত্র ১৭ কিংবা ১৮ বছর বয়সে, যখন নিজের জন্য খুব কমই ভাবার সুযোগ পাবেন, কারণ আপনাকে তখনও অনেক কিছু প্রমাণ করতে হবে। আপনাকে চাহিদা অনুযায়ী সেরা খেলোয়াড়কে বলের যোগান দিতে হবে। এখন তারা (সতীর্থরা) আমাকে বল দেয় এবং আমি এখন আরও বেশি সুযোগ নিতে পারি, কারণ আমি এটা করার চেষ্টা করেছি।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে