ব্যাগের ভেতর শিশুর কাটা মাথা পাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯,১১:১৭ পূর্বাহ্ণ
0
118

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নেত্রকোনা শহরের নিউ টাউন এলাকায় ব্যাগের ভেতর শিশুর কাটা মাথা পাওয়ায় উত্তেজিত জনতা এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে । এ ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শহরের নিউ টাউনের অনন্ত পাড় এলাকায় । 

জানা যায়, চোর সন্দেহ করে স্থানীয় জনতা এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে । তখন এলাকাবাসী ব্যাগের ভেতর এক শিশুর কাটা মাথা দেখতে পায় । তখন তারা উত্তেজিত হয়ে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে। পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেপুলিশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে । 

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালের মর্গে। এ ঘটনা কি কারণে ঘটেছে তা তদন্ত করে গ্রহণ করা হবে আইনানুগ ব্যবস্থা। পুলিশ এছাড়া শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে