[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বোয়ালখালী উপজেলার ঝাউতলা, পোপাদিয়া গ্রামে শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রামের উদ্যোগে উত্তরায়ণ উপলক্ষে শুক্রবার (১৪-০১-২০২২ ইং) অষ্টপ্রহরব্যাপী ভূবনমঙ্গল মহানামযজ্ঞ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান ২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান মঞ্জুষা মঙ্গলশোভাযাত্রা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা, রাজভোগ নিবেদন, শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শন ও আনন্দবাজারে ২ দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হবে।
উৎসবে শ্রীশ্রীনামামৃত পরিবেশন করবেন- ভবতারিনী সম্প্রদায়, গৌর গোবিন্দ সম্প্রদায়, মা চণ্ডী সম্প্রদায়, মহানাম সম্প্রদায় চট্টগ্রাম।
প্রতিটি পূণ্যপর্বে সবার উপস্থিতি সবিনয়ে কামনা করেন উৎসব কমিটির সভাপতি শ্রী দীপক লালা ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব সূত্রধর।