বৈরুত বিমানবন্দরে ১০ কেজি ইয়াবাসহ সৌদি নাগরিক গ্রেপ্তার

মঙ্গলবার, মে ২৮, ২০১৯,৮:১২ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

১০ কেজি ইয়াবাসহ লেবাননে এক গ্রেপ্তার করা হয়েছে সৌদি নাগরিককে । পাচারের সময় দেশটির বিমানবন্দরে  ধরা পড়েন মাদকসহ । 

আটক সৌদি নাগরিকের নাম এইচ আল রুওয়ালি।

লেবাননের সংবাদ মাধ্যম আলমার্সড নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রাজধানী বৈরুতে রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাস্টমসে ওই সৌদি নাগরিকের কাছে ১০ কেজি ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিমানবন্দর নিরাপত্তা বাহিনী ও সেনা গোয়েন্দা সংস্থার সদস্যরা সৌদি নাগরিক এইচ আল রুওয়ালিকে গ্রেপ্তার করে। ১০ কেজি ইয়াবাসহ বিমানবন্দর ত্যাগ করার সময় গ্রেপ্তার করা হয় তাকে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে