বৈদ্যুতিক গোলযোগে সরকারি ওয়েবসাইটে সমস্যা

সোমবার, ডিসেম্বর ৭, ২০২০,৩:০৩ অপরাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সরকারি ওয়েবসাইটগুলোতে প্রবেশে সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কম্পানির (বিটিসিএল) সার্ভারে বৈদ্যুতিক গোলযোগের কারণে।

গতকাল থেকে রবিবার মগবাজারে বিটিসিএলের ইনভার্টারে বৈদ্যুতিক গোলযোগের পর গুরুত্বপূর্ণ বেশ কিছু ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। প্রায় ৩০ হাজার ওয়েবসাইটে দিনভর সমস্যা ছিল বলে জানা গেছে।

ডটবিডি ডটগভ (.bd.gov) ডোমেইন দ্বারা পরিচালিত হয় দেশের সরকারি ওয়েবসাইটগুলো। এগুলো মগবাজারে বিটিসিএল অফিস সার্ভার থেকে পরিচালিত হয়। এটুআই সরকারি ওয়েবসাইটগুলোর কারিগরি দিক তদারকি করে থাকে।

সন্ধ্যা ৭টার দিকেও জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পাওয়ার রিজেনারেটের কাজ চলছে, দ্রুতই সমস্যা কেটে যাবে।

বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সকাল ১০টার দিকে মগবাজারে বিটিসিএলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যেখানে আমাদের সার্ভার রয়েছে। এর কারণে ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইট ডাউন হয়ে আছে, সাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না।

এ বিষয়ে তিনি আরো বলেন, সকালে বিটিসিএলের ইনভার্টার পুড়ে গেছে। ছোট ছোট ইনভার্টারের ব্যবস্থা করা হয়েছে।

সমস্যা সমাধান করে দ্রুত সাইটগুলো চালু করা হবে বলে জানান তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে