বেগম রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বুধবার, ডিসেম্বর ৯, ২০২০,৩:৩১ অপরাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশের পাঁচ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান করা হয়েছে । আজ বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় এই পদক প্রদান করা হয় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন অনলাইনের মাধ্যমে । পদকপ্রাপ্ত নারী বা তাঁর পরিবারের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করেন।

যে পাঁচ বিশিষ্ট নারী এবছর বেগম রোকেয়া পদক পেলেন তাঁরা হলেন শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার; পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, এসপিপি, এমপিএইচ; নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা; সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে