[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সরকার চলমান কঠোর লকডাউন আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে। ফলে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকানপাট ও শপিংমল। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায়।
আজ সোমবার (১২ জুলাই) বিকেলে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রিপরিষধ বিভাগ থেকে।
জানা গেছে, এই আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বেসরকারি অফিস বন্ধ থাকবে এ সময়।
১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত শাটডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের শাটডাউনে যাবে সারাদেশ।