[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ওয়ার্ম আপ ম্যাচে ঠাণ্ডা করতেই যেন বৃষ্টি। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বাংলাদেশের প্রতিপক্ষ আজ ভারত। বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও আবারো শুরু হয়েছে। বাংলাদেশের বোলাররা বল করতে শুরু করেছেন ।
এর আগে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিকেল সাড়ে তিনটা কার্ডিফের সোফিয়া গার্ডেনে খেলা শুরু হয় । প্রথম ওভারের মাত্র দুই বল করতেই হানা দেয় বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় খেলা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১ ওভার খেলে ৪ রান সংগ্রহ করছে ভারত। ক্রিজে আছেন ১ বলে ৩ রান করা রহিত শর্মা। অন্য প্রান্তে শিখর দাওয়ান ১ বলে করেছেন ১ রান।
এদিকে পাকিস্তানকে বাদ দিলে সাম্প্রতিক সময়ে উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সবচেয়ে বেশি লড়াই করতে দেখা গিয়েছে । তা সে নিদাহাস ট্রফির ফাইনাল হোক, বা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ রানে জয়! ভারত-পাক ম্যাচের পর ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তেজনা এখন অন্য মাত্রা পেয়েছে। সেই সঙ্গে এবার আবার বিশ্বকাপের প্রস্তুতিতে প্রথম ম্যাচে ওভালে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং। ফলে বাংলাদেশের বিরুদ্ধে এই প্রস্তুতিকে অনেকেই ভারত-বাংলাদেশের প্রেসটিজ ফাইট বলছেন।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ ও ভারত দুই দলের জন্যই আজকের ম্যাচটা নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ