বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বাঙালি

শনিবার, ডিসেম্বর ১৪, ২০১৯,৭:৪৫ পূর্বাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত প্রথম স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। শুধু দিবস পালন নয়, শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে চলেই তাদের যথাযথ সম্মান জানানোর প্রত্যয়ের কথা জানালেন সবাই।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বাঙালি শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে। শ্রদ্ধা জানাতে আসা সকলে স্বাধীন বাংলাদেশে শহীদদের দেখানো পথে চলে স্বাধীনতাবিরোধী শক্তির চক্রান্ত ব্যর্থ করার প্রত্যয় জানিয়েছেন। নিভে গেছে সব আলো। জ্বলছে কেবল চেতনার প্রদীপ। এভাবেই শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দেশের জন্য প্রাণ উৎসর্গ করা জাতির মেধাবী সন্তানদের, শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে। ফজলুল হক হলের পুকুর পাড়ে প্রদীপ জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয় রাত ১২টা এক মিনিটে।বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাত্তরে দেশ স্বাধীন হবার দুদিন আগে হত্যা করা হয়। গোটা জাতি দেশের সূর্য সন্তানদের হারিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের ভিতে ফাটল ধরাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল দেশীয় দোসরদের সহায়তায়। স্বাধীনতাবিরোধী শক্তি স্বাধীন দেশে যেন আর মাথাচাড়া দিতে না পারে এমন প্রত্যাশা সবার।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে