বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন চসিক সিটি মেয়র

সোমবার, ডিসেম্বর ১৬, ২০১৯,১০:২৫ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩ বারের নির্বাচিত সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর চশমা হিলস্থ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। জিয়ারত শেষে সিটি মেয়র মরহুমের স্ত্রী মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সাথে বাসায় সাক্ষাত করে কুশালাদি বিনিময় করেন এবং মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মহাফিলে অংশ নেন। এ সময় মেয়রের সাথে কাউন্সিলরবৃন্দ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে