[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিহারের তিন ব্যক্তি গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারালেন । গরু চুরির অভিযোগে পিটিয়ে মারা হয়েছে তাদের। পুলিশ বলছে, স্থানীয় লোকজন পিটিয়ে হত্যা করেছে তাদের ।
প্রথমে জানা যায় তাদের সঙ্গে আরেকজন নিজের জীবন বাঁচিয়ে পালাতে
সক্ষম হয়েছেন সেখান থেকে ।
তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে তিনজন নিহতের কথা ।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার সকালে বিহারের বানিয়াপুর গ্রামের সারান
এলাকার স্থানীয় বাসিন্দাদের হাতে ওই তিন ব্যক্তি ধরা পড়েন ।
তাদের মতে, ওই তিন ব্যক্তি নাকি ঘুরে বেড়াচ্ছিলেন গরু চুরির উদ্দেশ্যে । গণপিটুনিতে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি মৃত দুই ব্যক্তিকে । তৃতীয় ব্যক্তি নিজের প্রাণ বাঁচিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে পরে মারা গেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়েছে । এদিকে চলতি মাসের শুরুর দিকে ত্রিপুরায় গরু চোর সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে মারা যান । বুধি কুমার নাম ওই ব্যক্তির বয়স হয়েছিল ৩৬ বছর।