বিসিকের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা চলছে রাজধানীর উত্তরায়

শনিবার, ডিসেম্বর ১৪, ২০১৯,৮:৩৯ পূর্বাহ্ণ
0
656

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিসিকের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা চলছে রাজধানীর উত্তরায়। ক্রেতারা মেলায় সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য কিনছেন। পাচ্ছেন ক্রেতার রুচি ও চাহিদা যাচাই করার সুযোগ বিক্রেতারা। আর ক্রেতা-বিক্রেতার মেলবন্ধন তৈরি করতে চায় বিসিক এ ধরনের মেলার মাধ্যমে । রাজধানীর উত্তরায় চলছে ৫ দিনের বিজয় মেলা বিসিকের উদ্যোগে। ৬০ জন উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন। হাতের কাজ করা পোশাক-পরিচ্ছদ, আরামদায়ক শীতল পাটি, মাটি ও চামড়াজাত নানা পণ্যের সঙ্গে রয়েছে বিশুদ্ধতার নিশ্চয়তাসহ নানা ফুলের মধু স্টলগুলোতে শোভা পাচ্ছে।

দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন পণ্যের পসরা ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সটিটিউট- স্কিটি প্রাঙ্গণের ছিমছাম পরিবেশে। উদ্যোক্তারা জানান এ ধরনের মেলা নতুন নতুন বাজার তৈরি করবে। আরও ভালো করার অনুপ্রেরণা পান তারা। তারা বলেন, কাস্টমাররা আসে দেখে এবং তারা কি পছন্দ করে তা আমরা জেনে যাচ্ছি। আমরা তাদের পণ্য দিতে পারবো সেই অনুযায়ী। 

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে আরও বেশি করে সম্পৃক্ত করতে চায় বিসিক ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের। এ কারণেই বছরজুড়ে এধরনের মেলার আয়োজন করা হয় নানা নামে। আবুল বাসার বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক বলেন, আমদের মেলা আয়োজনের কারণ যাতে একজন আরেকজনেরটা দেখে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। নারী উদ্যোক্তারা যেনো এগিয়ে আসে। ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে