বিসিএস কর্মকর্তাদের জন্য বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী

মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২,৯:২৪ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে গত ২১ আগস্ট সন্ধ্যায় সাভারস্থ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে বিজ্ঞান জাদুঘরের দুটি ৪ডি মুভি বাস ও  একটি অবজারভেটরি বাসের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক উদ্ভাবন এবং মহাজাগতিক সৃষ্টি বৈচিত্র্য সমৃদ্ধ নানা প্রদর্শনী  উপস্থাপন করা হয়। এছাড়া রাতে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ-নক্ষত্রও পর্যবেক্ষণ করা হয়।

এতে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)’ এর ৭৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১০ টি ক্যাডারের মোট ২১৩ জন নবীন কর্মকর্তা এবং বিপিএটিসি এর কর্মকর্তা-কর্মচারীরা  অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিপিটিসির প্রশিক্ষণের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পৃক্ততা আনতে বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। একাডেমিক প্রশিক্ষণের সঙ্গে বিজ্ঞানের মৌলিক জ্ঞান অর্জন করা আধুনিক প্রশাসনের জন্য অপরিহার্য।”     

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে