[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া বিষখালী নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
জাতীয় মৎস্য সপ্তাহর অংশ হিসেবে ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিষখালী নদীর বড়কাঠালিয়া, কচুয়া, লঞ্চঘাটসহ বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে একাধিক জেলের কাছ থেকে ৫’শত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেন।
পরে উপজেলা পরিষদ মাঠে এ জাল পুড়িয়ে দেয়া হয়।
অভিযানে মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ নাছির উদ্দিন, মোঃ কাওছার আহমেদ, কাঠালিয়া থানা পুলিশের একটি দল অংশ নেন।