বিশ্ব ইজতেমার ‍দ্বিতীয় পর্বে আরো দুই জনের মৃত্যু

শনিবার, জানুয়ারি ১৮, ২০২০,৬:৫৬ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টঙ্গীতে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে আরো দুই মুসল্লি মারা গেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাঁদের মূলত স্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই দুই মুসল্লি মারা যান। তাঁরা হলেন রংপুরের পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির (৬০) এবং ঝিনাইদহ সদরের কালাহাট গোপালপুর এলাকার লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম (৬৫)।

এছাড়া ইজতেমা সংলগ্ন স্থানে আরো কয়েকজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও অন্যজন ট্রেনের ধাক্কায় মারা যান। বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা যান মুসল্লি সুরুজ মিয়া (৬০) । একই রাতে টঙ্গী জংশনে ট্রেনের ধাক্কায় মারা যান গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার মুসল্লি গোলজার। এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জের গোয়ারাবাজার থানার চাঁনপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে কাজী আলাউদ্দীন (৬২) মারা যান।

আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে