বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সিএএ ও এনআরসির বিরুদ্ধে মোদি-অমিতের নামে অশ্লীল পোস্টার

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯,৬:০৪ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পৌষ মেলার আগেই শান্তিনিকেতনে অশান্তি। রোববার (২২ ডিসেম্বর) রাতে দেয়ালে লিখনের মাধ্যমে বিশ্বভারতীতে সোমবার সিএএ ও এনআরসি বিরোধী মহা মিছিলের ডাক দেয়া হয়েছে। সেই সংক্রান্ত দেয়ালে লিখন ও রাস্তার মধ্যে রঙ দিয়ে লেখা চলছে তবে কোনো ছাত্র সংগঠন বা কাদের পক্ষ থেকে এ মিছিল হবে তা জানা যায়নি।

তবে সেই দেয়াল লিখনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের নামে অশ্লীল লেখা চোখে পড়ে। এ অশালীন লেখা কে বা কারা লিখেছে তা নিয়ে বিশ্বভারতীতে ধোঁয়াশা তৈরি হয়েছে। মহামিছিলের ডাক আর দেয়াল লিখন এবং অশালীন পোস্টার একই সংগঠনের লেখা কিনা তাও নিশ্চিতভাবে জানা যায়নি।

অন্যদিকে রোববার নাগরিকত্ব বিলের সর্মথনে বিশ্বভারতীর অধ্যাপকেরা সিএএ ও এনআরসির সর্মথনে মোদিকে চিঠি দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিশ্বভারতীর কর্মসমিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক দুলালচন্দ্র ঘোষ, প্রাক্তন কৃষি অধ্যাপক মঞ্জুমোহন মুখোপাধ্যায়সহ ৬ জন অধ্যাপক এবং শিক্ষক উজ্জ্বল  ভট্টাচার্যসহ অন্যরা। দেশ বিদেশ থেকে প্রায় ১১০০ বুদ্ধিজীবী এ চিঠিতে সই করেছেন। তারই মধ্যে এই ধরনের দেয়াল লিখন ও বিশ্বভারতীতে মহা মিছিলের ডাক যে সংঘাত সৃষ্টি করছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে