[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হয়রানির অভিযোগে ভ্রামমাণ আদালত এক কলেজ পড়ুয়া বখাটেকে ছয় মাসের জেল দিয়েছেন। রাজশাহীর চারঘাট উপজেলার বাজার চৌরাস্তার মোড়ে শনিবার (১৭ জানুয়ারি) অনার্স দ্বিতীয় বর্ষের এক কলেজছাত্রী রাস্তার মানুষের কাছে সাহায্য চান। এ সময় তিনি বলেন, ‘আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাবে। ছেলেটা আমার পিছু নিয়েছে।’
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক ঘটনাস্থলে আসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তরুণকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। শনিবার রাজশাহীর চারঘাট উপজেলার বাজার চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। কলেজের একাদশ শ্রেণির ছাত্র আটক তারেক বাঘা সরকারি। সে বাঘা উপজেলার আলাইপুর গ্রামের জানবার আলীর ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সারদা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তারেক রাস্তাঘাটে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বয়সে অনেক কম হওয়ার পরও তার পিছু ছাড়েনি বখাটে তারেক। শনিবার আবারও উত্ত্যক্ত করলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন স্থানীয়রা।