[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সিলেটের বিশ্বনাথে বাবুল মিয়া (২৭) নামের এক রং মিস্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেছিয়ে আত্মহত্যা করেছেন । মাসুক মিয়ার একমাত্র ছেলে তিনি উপজেলার দশঘর ইউনিয়নের পূর্ব দশঘর গ্রামের ।এ ঘটনা ঘটে গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ।
সূত্র জানায়, রবিবার বিকেল ৫টার দিকে বাবুল তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে । কিছু সময় পর তার দাদী বাজার থেকে সওদাপাতি নিয়ে আসার জন্যে বাহির থেকে তাকে ডাক দিলে কোনো সাড়া শব্দ করেননি তিনি। সন্দেহ হওয়াতে ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে পরিবারের লোকজন তাকে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় । পরে তারা তাকে উদ্ধার করেন ঘরের দরজা ভেঙ্গে । খবর পেয়ে রাত ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে যাওয়া থানার এসআই সুলতান উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্যে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। তবে কি কারণে আত্মহত্যা, তা জানা সম্ভব হয়নি।